• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক লুৎফুন্নাহারের জামিন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ আগস্ট ২০১৮, ১৯:৪৯

কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক ও ইডেন কলেজের ছাত্রী লুৎফুন্নাহার ওরফে লুমা সরকার জামিন পেয়েছেন।

সোমবার বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ লুৎফুন্নাহারের জামিন মঞ্জুর করেন।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় সংঘাত, ভাংচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে ৫২টি মামলায় ৯৯ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের মধ্যে ৫১জন শিক্ষার্থীই জামিনে মুক্তি পেয়েছেন। লুৎফুন্নাহার জামিনের মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার সব শিক্ষার্থী কারাগার থেকে মুক্তি পেলো।
-------------------------------------------------------
আরও পড়ুন : মিয়ানমারের সেনাপ্রধানকে নিষিদ্ধ করলো ফেসবুক
-------------------------------------------------------

১৫ আগস্ট ভোরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার খিদ্রচাপড়ি এলাকায় দাদার বাড়ি থেকে লুৎফুন্নাহার লুমাকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট ও বেলকুচি থানা পুলিশ। লুৎফুন্নাহার লুমা রাজধানীর ইডেন মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।