• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সরকারি হলো আরও পাঁচ কলেজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ আগস্ট ২০১৮, ১৮:১৩

নতুন করে দেশে আরও পাঁচটি বেসরকারি কলেজকে সরকারি করা হয়েছে। ফলে দেশে সরকারি কলেজের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৩টি।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়

সরকারি করা পাঁচটি কলেজ হলো রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কলেজ, দিনাজপুরের কাহারোল উপজেলার কাহারোল ডিগ্রি কলেজ, খানসামা উপজেলার পাকেরহাট ডিগ্রি কলেজ, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি কলেজ এবং বাগেরহাটের কচুয়া উপজেলার শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ।

ফলে সরকারি হওয়া এ ৫টি কলেজের শিক্ষকদের অবস্থান, বদলি ও পদোন্নতি বিষয়গুলো নির্ধারণ করা হবে নতুন বিধিমালা অনুযায়ী। আজ থেকেই তারা সরকারি বেতন-ভাতাসহ সব সুবিধা পাবেন।