• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নিজেই আইন মেনে দেখালেন দুদক চেয়ারম্যান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ আগস্ট ২০১৮, ২১:৪২

আইন সবার জন্য। সবাইকেই আইন মেনে চলতে হবে। কেউ এর উর্ধ্বে নয়। যার যার অবস্থান থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে, সমাজ দুর্নীতি মুক্ত হবে। এমনটিই মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সম্প্রতি দুদক চেয়ারম্যান নিজে গাড়িতে সিট বেল্ট বেঁধে এবং গাড়িচালক ও দেহরক্ষীকে সিট বেল্ট বাঁধতে উৎসাহিত করে আইন মানার দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি মনে করেন সবাইকেই আইনের প্রতি সব সময়ই শ্রদ্ধাশীল হতে হবে।

এ বিষয়টি আরটিভি অনলাইনকে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।

তিনি আরও বলেন, দুদক চেয়ারম্যান মহোদয় আইন না মানাকেই দুর্নীতি এবং অনিয়মের অন্যতম কারণ বলে মনে করেন। তাই তিনি প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রে আইন অনুসরণ করার চেষ্টা করেন।