• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ আগস্ট ২০১৮, ১১:৩৩

রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ঈদের ছুটি ও সেই সাথে শুক্রবার মোট চার দিন ছুটি শেষে আজ শনিবার সকাল থেকেই বাস, ট্রেন ও লঞ্চ ঘাটে বাড়ি ফেরত মানুষদের ভির দেখা যায়।

রেল যাত্রীরা অভিযোগ করেন, টিকিট পেতে সমস্যা না হলেও ভিড়ের কারণে কিছুটা ভোগান্তি হয়েছে। রেল কর্তৃপক্ষ বলছে বিকেল থেকে ট্রেনে চাপ আরও বাড়বে।

ভিড় ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালেও। তবে আসতে কোন সমস্যা হয়নি বলেন জানান যাত্রীরা। আগামীকাল ভোরে লঞ্চে ভিড় আরও বেশি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

-------------------------------------------------------
আরও পড়ুন :প্রথম ফিরতি হজ ফ্লাইট ২৭ আগস্ট
-------------------------------------------------------

তবে রাজধানীর আপন রূপে ফিরতে এখনও সময় লাগবে। কারণ অনেকেই ঈদের সাধারণ ছুটির সঙ্গে বাড়তি ছুটি যোগ করেছেন। তাই রাজধানী তার আপন রূপে ফিরতে আরও সপ্তাহ খানেক সময় লাগবে।

এদিকে ঈদুল আজহার নির্ধারিত ছুটি শেষে আজ থেকে খুলেছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। আগামীকাল রোববার থেকে সরকারি অফিসে কাজ শুরু হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়