• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অতিরিক্ত যাত্রীর কারণে ট্রেন ফিরে এলো স্টেশনে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ আগস্ট ২০১৮, ১৯:৪২

কমলাপুর রেলস্টেশন থেকে লালমণিরহাটের ঈদের বিশেষ ট্রেন লালমণি এক্সপ্রেস ঈদ স্পেশাল অতিরিক্ত যাত্রী হওয়ার কারণে আবারও স্টেশনে ফিরে এসেছে।

আজ সোমবার কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনটি ২টা ৪৫ মিনিটে ছেড়ে যায়। ট্রেনটির অতিরিক্ত যাত্রী হওয়ার কারণে ২০০ গজ যাওয়ার পর ট্রেনটি আবার ফিরে আসে স্টেশনে।

বিষয়টি নিশ্চিত করে লালমণি ট্রেনের গার্ড মাহফুজ রহমান বলেন, কমপক্ষে একটি বগি অতিরিক্ত যাত্রীর কারণে খুলে রাখতে হবে।

ট্রেনটির অন্য একজন গার্ড বলেন, আমরা ট্রেনের ভিতর থেকে অনেক জোরে শব্দ পাচ্ছিলাম। ট্রেনটি দেবে যাচ্ছিল বুঝতে পারছিলাম। সেজন্য জরুরি ভিত্তিতে ট্রেনটিকে স্টেশনে নিয়ে আসা হয়।

ট্রেনটি স্টেশনে ফিরে আসার পর রেলওয়ে পুলিশ ট্রেনের বগির ছাদের ওপর থেকে অতিরিক্ত যাত্রী নামিয়ে রাখে।

অতিরিক্ত যাত্রী থাকার কারণে ট্রেনটি সঠিক সময়ে স্টেশন ছেড়ে যেতে পারেনি। অতিরিক্ত যাত্রী ওঠা-নামার কারণে স্টেশনে ছাড়তে সময় লাগছে।

আরসি/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
সময় বাড়ায় মেট্রোরেলে স্বস্তি, রাতেও যাত্রীর চাপ
ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা সৌদির
X
Fresh