• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পশু আসতে শুরু করেছে রাজধানীর হাটগুলোতে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ আগস্ট ২০১৮, ১৫:১৪

রাজধানীতে এ বছর মোট ২৩টি পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০টি ও দক্ষিণে থাকছে ১৩টি পশুর হাট। ইজারাকৃত নির্ধারিত পশুর হাটের বাইরে কোনও হাট বসতে না দেয়ার ঘোষণা দিয়েছে দুই সিটি করপোরেশন। এদিকে হাটকে কেন্দ্র করে অজ্ঞানপার্টি, জালটাকাসহ সব ধরনের প্রতারণা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরইমধ্যে পশুর হাটগুলোতে আসতে শুরু করেছেন ক্রেতারা।

রাজধানীর একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলী। তবে কুরবানি উপলক্ষে অস্থায়ী হাট বসে রাজধানী জুড়ে। দুই সিটি করপোরেশনে এবার কুরবানির পশুর হাট বসিয়েছে ২৩টি। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন হাটগুলো হলো উত্তরা ১৫ নং সেক্টর, ৩০০ ফুট সড়কের উত্তরে বসুন্ধরা হাউজিং, খিলক্ষেত বনরুপা, ভাটারা (সাইদ নগর), ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ, মোহাম্মদপুর বুদ্ধিজীবী সড়ক, মিরপুর সেকশন-০৬ ইস্টার্ন হাউজিং, মিরপুর ডিওএইচএস উত্তরের খালি জায়গা ও উত্তর খান মৈনারটেক শহীদ নগর হাউজিং। তবে এবার আফতাব নগরে কোনও পশুর হাট নেই।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাটগুলোর মধ্যে রয়েছে কমলাপুর বালুর মাঠ, মেরাদিয়া, উত্তর শাহজানপুর, কমলাপুর স্টেডিয়ামের পাশের জায়গা, ঝিগাতলা, রহমতগঞ্জ, কামরাঙ্গীচর, আরমানিটোলা, ধূপখোলা, পোস্তগোলা, দনিয়া কলেজ, শ্যামপুর ও ধোলাইখাল। এরইমধ্যে হাটে পশু আনা শুরু করেছেন ব্যাপারীরা। আস্তে আস্তে ক্রেতারাও আসছেন কুরবানির পশু কিনতে।

------------------------------------------------------------------
আরও পড়ুন : রাজবাড়ীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
------------------------------------------------------------------