• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আরও একটি মামলায় জামিন পেলেন খালেদা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ আগস্ট ২০১৮, ১২:৩১

মুক্তিযুদ্ধে শহীদ ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে দায়ের করা মানহানির মামলাতেও জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নড়াইলের মামলায় জামিনের একদিন পর এই মামলায় জামিন পেলেন তিনি।

এ মামলায় জামিন চেয়ে গতকাল আবেদন করা হয়েছিল। ওই আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ সাবেক প্রধানমন্ত্রী খালেদার ছয় মাসের জামিন মঞ্জুর করেন।

তবে এ মামলাতে জামিনও পেলেও অন্য মামলায় গ্রেপ্তার থাকার কারণে এখনই কারাগার থেকে মুক্ত হতে পারছেন না খালেদা জিয়া। এর আগে গত ৭ আগস্ট ঢাকার একটি আদালত এই মানহানির মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেন। এরপরই তার আইনজীবীরা হাইকোর্টে আসেন।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় বিএনপি : ওবায়দুল কাদের
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
X
Fresh