• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

বন্ধুকে বাঁচাতে গিয়ে দুজনই না ফেরার দেশে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ আগস্ট ২০১৮, ১৮:০৮

রাজধানীর রমনা পার্কে ফুটবল খেলা শেষে লেকে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছে দুই কিশোর বন্ধু। এরমধ্যে এক বন্ধু সাঁতার না জানায় তাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারায় আরেক বন্ধু। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাহাবুব ও আদনান। তারা দুইজনেই উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। নিহত দুই কিশোরের বয়স ১৩-১৪ বছর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাচ্চু মিয়া বলেন, নিহত দুই শিক্ষার্থী দুপুরে রমনা পার্কে ফুটবল খেলে। গায়ে কাদা লাগায় দুই জনই গোসল করতে নামে। এরমধ্যে মাহাবুব সাঁতার জানলেও আদনান জানতো না। তাকে বাঁচাতে গিয়ে তার বন্ধু মাহাবুবও পানিতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে সাড়ে তিনটার দিকে কয়েকজন ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সোয়া চারটার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন :

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মান বাঁচাতে গিয়ে ফেঁসে গেলেন রাজনৈতিক কর্মী
সুইপারকে বাঁচাতে সেপটিক ট্যাংকে নেমে বাড়ির মালিকেরও মৃত্যু
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ৩
ছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার সেই চিকিৎসক বাবার মৃত্যু
X
Fresh