• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাজধানী থেকে জাবালে নূরের ৬ বাস জব্দ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ আগস্ট ২০১৮, ১৩:১৭

লাইসেন্স ও কাগজপত্রে সমস্যা থাকার কারণে জাবালে নূর পরিবহনের ৬টি বাস জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার রাজধানীর বিভিন্নস্থান থেকে বাসগুলো আটক করা হয় বলে আরটিভি অনলাইনকে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।

তিনি জানান, রুট পারমিট বাতিল সত্ত্বেও পরিবহন পরিচালনার অভিযোগে জাবালে নূর পরিবহনের ৬টি বাস রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করেছেন র‌্যাব-১ ও র‌্যাব-৪ সদস্যরা। বিষয়টি যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

জাবালে নূর পরিবহনের বাসগুলো বসিলা থেকে আসাদগেট, কলেজগেট, আগারগাঁও, মিরপুর ১০ নম্বর, কালসি হয়ে আবদুল্লাহপুর রুটে চলাচলের রুট পারমিট রয়েছে।
-------------------------------------------------------
আরও পড়ুন : পরকীয়ার নাটক সাজিয়ে সালিশি বৈঠকে গৃহবধূকে মারধর!
-------------------------------------------------------