• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নেপাল থেকে জলবিদ্যুৎ কিনতে সমঝোতা সই বাংলাদেশের

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ আগস্ট ২০১৮, ১৭:৫১

নেপাল থেকে জলবিদ্যুৎ কিনতে দেশটির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

শুক্রবার দুপুরে কাঠমান্ডুতে এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং নেপালের জ্বালানি, পানি ও সেচমন্ত্রী বর্ষা মান পুন।

অনুষ্ঠান শেষে নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, অনেক অপেক্ষার পর এই চুক্তি হল। আমরা অল্প পয়সায় বিদ্যুৎ পাব। আগামী ১০ বছরের মধ্যে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা আছে আমাদের।

এই সমঝোতা স্মারকের আওতায়, দুই দেশের বিদ্যুৎ সচিব পর্যায়ে একটি যৌথ স্টিয়ারিং কমিটি এবং যুগ্ম-সচিব পর্যায়ের একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। তারা প্রতিবছর বিদ্যুৎ খাতে সহযোগিতা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবে।

নেপালের জ্বালানি, পানি ও সেচ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, স্মারকটি সাধারণ কিন্তু দুই দেশের জ্বালানি সহযোগিতার জন্য সুদূরপ্রসারী। এতে বিদ্যুতের দ্বিপাক্ষিক গ্রিড সংযোগ, বিদ্যুৎ উৎপাদন এবং আদান-প্রদানের বিষয়েও বলা হয়েছে।

এখন উভয় দেশ জাতীয় বিদ্যুৎ উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পারবে। বাংলাদেশের কাছে নেপালের বিদ্যুৎ বিক্রি করার কথাও বলা হয়েছে।

নেপালি গণমাধ্যম স্পটলাইট নেপালে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটিতে দেশটির জ্বালানি, পানি ও সেচ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিটিও সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার নেপালে পৌঁছানোর পর শুক্রবার সকালে দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নসরুল হামিদ। এরপর জ্বালানি মন্ত্রীর সঙ্গে একান্ত ও দ্বি-পক্ষীয় বৈঠকের পর সমঝোতা স্মারক সই হয়।

আরও পড়ুন :

কে/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
মিয়ানমারে গৃহযুদ্ধ : একদিনে বিজিপির আরও ২৪ সদস্য বাংলাদেশে
ধর্ম-কর্মে সময় কাটছে চিত্রনায়ক মেহেদির
বিজয় নিয়ে আশাবাদী নিপুণ, ফল যা হোক মেনে নেবেন কলি
X
Fresh