• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শাটল ট্রেনে বগি বাড়ানোর দাবি চবি শিক্ষার্থীদের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংবাদদাতা

  ০৯ আগস্ট ২০১৮, ১৭:৩৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে বগি (কোচ) ও শিডিউল বাড়ানো, শাটলে নিরাপত্তা প্রহরী নিয়োগ, ডাবল লাইন চালু, নিউমার্কেট টু ক্যাম্পাস পর্যন্ত শিক্ষার্থীদের ফ্রি বাস চালুর দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। একপর্যায়ে তা পরিণত হয় সমাবেশে।

বুধবার (৮ আগস্ট) নগরের ষোলশহর রেল স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের ছাত্র রবিউল আলম শাটল ট্রেনের নিচে পড়ে দুই পা হারান।
-------------------------------------------------------
আরও পড়ুন : শিক্ষার্থীদের আন্দোলনে টাকা দিয়েছে তারেক: নৌমন্ত্রী
-------------------------------------------------------

মানববন্ধন থেকে আহত ছাত্র রবিউল আলমের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন এবং বিশ্ববিদ্যালয়ে চাকরির নিশ্চয়তা দেয়ার দাবি জানানো হয়।

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রোক্টর আজগর আলী বলেন, বিশ্ববিদ্যালয় আহত রবিউল আলমের চিকিৎসার জন্য সব ধরনে সহযোগিতা করবে। আর রেললাইন সংস্কার ও বগি বৃদ্ধির এই বিষয়ে গত ৭ তারিখ বিশ্ববিদ্যালয় উপাচার্য (ভিসি) রেলমন্ত্রীর সাথে দেখা করেছেন।

আরও পড়ুন :

এসজে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আবু তাহের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
মাইকে লোক ডেকে চবি শিক্ষার্থীদের ওপর হামলা
চবিতে ছাত্র সংঘর্ষের বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনকে শিক্ষামন্ত্রীর অনুরোধ
X
Fresh