• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গুজব ছড়ানোর অভিযোগে তিন যুবক গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ আগস্ট ২০১৮, ১৬:১১

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেয়া ও গুজব ছড়ানোর অভিযোগে রাজধানী থেকে তিন যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- তৌহিদুল ইসলাম তুষার(২৪), মো. ওয়ালিউল্লাহ (২৮) ও মো. ইহসান উদ্দিন ইফাজ (১৮)।

গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগের এডিসি নাজমুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

আজ বুধবার দুপুরের দিকে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের রমনা থানায় গত রোববার (৫ আগস্ট) করা ৮ নং মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ, মেমোরি চিপসহ ফেসবুক আইডি ও গ্রুপ জব্দ করা হয়।

‌র‌্যাব জানায়, এরা ফেসবুক লাইভ ও পোস্টসহ নানান কন্টেন্ট পোস্ট ও শেয়ার করে চলমান স্বাভাবিক আন্দোলনকে সহিংস করতে ভূমিকা রাখে বলে তদন্তে জানা যায়। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এদের আসল উদ্দেশ্য জানা যাবে। এ জন্যে এদের সবাইকে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে মহানগর মুখ্য হাকিমের কাছে প্রেরিত হয়েছে।

উল্লেখ্য, ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় জাবালে নূর বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত ও বেশ কয়েকজন আহত হন। পরে নিরাপদ সড়কের দাবিতে ঢাকায় আন্দোলনে নামে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। পরে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। এসময় বেশ কিছু এলাকায় সহিংস ঘটনা ঘটে।

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাকা দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডিপজল
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ডিপজলকে শোকজ
ইউপি নির্বাচনে এমপির হস্তক্ষেপের অভিযোগ, সুষ্ঠুভোট নিয়ে শঙ্কা 
ফেঁসে যাচ্ছেন পরীমণি, হত্যাচেষ্টার অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই
X
Fresh