• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

২৭ জেলায় স্মার্টকার্ড দেয়া শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ আগস্ট ২০১৮, ১২:২৭

দেশের ২৭ জেলায় ২৭টি উপজেলার জাতীয় পরিচয়পত্র- স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে। আজ বুধবার নির্বাচন ভবন থেকে এক ভিডিও কনফারেন্সে নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা এই বিতরণ কাজের উদ্বোধন করেন।

এ সময় অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে কমিশন সচিবালয় থেকে প্রথমে ভোলায় ভিডিও কনফারেন্স করে কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সিইসি। পরে তিনি আরও ৭ জেলার কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।

এসব উপজেলায় লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) পরিবর্তে নাগরিকদের নতুন এ কার্ড দেয়া হচ্ছে।

যেসব উপজেলায় স্মার্টকার্ড বিতরণ করা হবে সেগুলো হচ্ছে- মানিকগঞ্জের সদর, মুন্সীগঞ্জ সদর, নরসিংদী সদর, শেরপুর সদর, জামালপুর সদর, ময়মনসিংহ সদর, টাঙ্গাইল সদর, কিশোরগঞ্জ সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর, লক্ষ্মীপুর সদর ও চাঁদপুর সদর। এছাড়া রয়েছে ফেনী সদর, নাটোর সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর, সিরাজগঞ্জ সদর, নওগাঁ সদর, চুয়াডাঙ্গার সদর, মাগুরা সদর, ঝিনাইদহ সদর, সাতক্ষীরা সদর, কুষ্টিয়া সদর, যশোর সদর, রাজবাড়ী সদর, মাদারীপুর সদর, ফরিদপুর ভাঙ্গা, ভোলা সদর ও মৌলভীবাজার সদর।

এর আগে ২০১৭ সালের ১ ডিসেম্বর এক যোগে ৩৭টি জেলায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়।

ইসির তথ্যানুযায়ী, দেশে ১০ কোটি ৪০ লাখের মতো ভোটার রয়েছে। প্রথম থেকে এনআইডি সংশোধন বা হারানো সেবা বিনামূল্যে দেয়া হলেও ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ফি নেয়া শুরু করে সংস্থাটি।

এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজে চাকরি
‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্টকার্ড দিতে যেসব নির্দেশনা মানতে হবে
যেসব উপজেলায় দেওয়া হবে সাড়ে ২৪ লাখ স্মার্টকার্ড
‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্টকার্ড দিচ্ছে ইসি
X
Fresh