৯৩ কোটি টাকা আত্মসাৎ, সোনালী ব্যাংকের ৩ কর্মকর্তা গ্রেপ্তার
আরটিভি অনলাইন রিপোর্ট
| ০৬ আগস্ট ২০১৮, ১৮:০৩ | আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৮:১২

আরও পড়ুন : আহসানউল্লাহ, ইস্টওয়েস্ট, নর্থসাউথের অর্ধশতাধিক শিক্ষার্থী আটক
------------------------------------------------------- অভিযোগ থেকে জানা যায়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে মেসার্স ইস্টার্ন ট্রেডার্স-এর অনুকূলে ১৬ অক্টোবর ২০০৮ থেকে ২৩ সেপ্টেম্বর ২০১৪ তারিখ পর্যন্ত মোট ৪৯ কোটি ৬২ লাখ ১৪ হাজার ২৩৭ টাকা ব্যাংক থেকে ঋণ উত্তোলন করেছেন। তারা প্রতারণা, জালিয়াতি ও অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সুদাসলে ব্যাংকের মোট ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করেছেন। (১) সনজিত কুমার দাস, স্বত্ত্বাধিকারী, মেসার্স ইস্টার্ণ ট্রেডার্স, খুলনা ইন্ডাস্ট্রিজ প্রিমিসেস লি. (ইস্পাহানী), ডিসি রোড, দৌলতপুর, খুলনা । (২) মো. মতিয়ার রহমান, প্রাক্তন গোডাউন কিপার, সোনালী ব্যাংক, দৌলতপুর কর্পোরেট শাখা, খুলনা, বর্তমানে- গোডাউন কিপার, সোনালী ব্যাংক, মহেশপুর শাখা, ঝিনাইদহ । (৩) মো. নজরুল ইসলাম, প্রাক্তন এজিএম, সোনালী ব্যাংক, দৌলতপুর কর্পোরেট শাখা, খুলনা, বর্তমানে-এজিএম, সোনালী ব্যাংক লি., জিএম অফিস, খুলনা। (৪) মো. রুহুল আমিন, প্রাক্তন সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার, সোনালী ব্যাংক, দৌলতপুর শাখা, খুলনা, বর্তমানে অবসরপ্রাপ্ত, পিতা-মৃত নৈমুদ্দিন মোড়ল, গ্রাম-দুর্জনী মহল, থানা-রূপসা, জেলা-খুলনা । আরও পড়ুন : এসআর/পি