• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সোমবার সকাল থেকে ঢাকাসহ সারাদেশে বাস চলবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ আগস্ট ২০১৮, ২৩:৫৬

আগামীকাল সোমবার থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে দূরপাল্লার বাসসহ সব ধরনের যান চলাচল করবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

রোববার রাত সাড়ে ১১টার দিকে আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের দুই বাসের চালকের রেষারেষির ফলে একটির চাকায় পিষ্ট হয়ে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন।

এই ঘটনার পর নিরাপদ সড়কসহ নয় দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন সড়কের যানবাহনের লাইসেন্স পরীক্ষা করতে শুরু করেন তারা। কোথাও কোথাও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

নিরাপত্তাহীনতার অভিযোগে যান চলাচল বন্ধ করে দেয় কিছু কিছু মালিক। গত শুক্রবার রাতে অবশ্য সারাদেশে দূরপাল্লার গাড়ি চলে। তবে শনিবার থেকে নাইট কোচও বন্ধ করে দেয় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

এই বিষয়ে সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ আরটিভি অনলাইনকে বলেছিলেন, নিরাপদে বাস চলাচলের পরিস্থিতি না থাকায় বাস মালিকরা বাস চালাতে সাহস পাচ্ছেন না। আজও বিভিন্ন জায়গায় গাড়ি ভাংচুর ও হামলা হয়েছে।

এই বিষয়ে তিনি আজ বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তাই সিদ্ধান্ত নিয়েছি সোমবার থেকে বাস চলবে।

আরও পড়ুন :

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
সাতক্ষীরায় সড়কে ঝরল পিতা-পুত্রের প্রাণ
তাপদাহে সড়কের পিচ গলে যাচ্ছে কেন
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
X
Fresh