• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আজও নেই বাস, আছে ভোগান্তি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ আগস্ট ২০১৮, ১০:৩৩
ছবি-সংগৃহীত

আজও গণপরিবহন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আজ রোববার সকাল থেকে রাজধানীতেও কোনও বাস চলাচল করছে না। বাস না পেয়ে হাজারো মানুষ হেঁটেই নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

পাশাপাশি দূরপাল্লার বাস ঢাকা ছাড়তে এবং ঢাকায় প্রবেশ করতে দেখা যায়নি। নিরাপদে বাস চলাচলের পরিস্থিতি অনুকূলে না থাকায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি শনিবার রাতে এ সিদ্ধান্ত নিয়েছে।

সড়কে কেবল রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বিআরটিসির বাস চলাচল করছে। এছাড়া প্রাইভেটকার, মাইক্রোবাস, অটোরিকশা, রিকশা, অ্যাম্বুলেন্স রাস্তায় দেখা গেছে। বাসের সংখ্যা কম হওয়ার কারণে অনেক ঝুঁকি নিয়ে বাস চড়ছেন সাধারণ যাত্রীরা।

এদিকে অঘোষিত এ পরিবহন ধর্মঘট কখন কাটবে সে সম্পর্কে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও নিশ্চিত তথ্য জানা যায়নি।