• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সৌদি আরবে এখন পর্যন্ত ১৭ হাজির মৃত্যু

হানিছ সরকার, জেদ্দা প্রতিনিধি

  ০৪ আগস্ট ২০১৮, ১১:২১

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ১৭ জন হাজির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন পুরুষ ও দুইজন নারী। এই হাজিদের মধ্যে ১৬ জনেরই মৃত্যু হয়েছে মক্কায় আর একজনের মৃত্যু হয়েছে জেদ্দায়।

বাংলাদেশ থেকে শুক্রবার রাত পর্যন্ত ৮১ হাজার ৭৮৩ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৭ হাজার ৭২৫ জন এবার হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন।

বাংলাদেশ হজ অফিস মদিনায় মৌসুমী হজ অফিসার জনাব এ বি এম আমিন উল্লাহ নূরী বলেন, মোট ২৩৬টি হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। এগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১১৬টি আর সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১২০টি।
--------------------------------------------------------
আরও পড়ুন : শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজকে ৫টি বাস হস্তান্তর
-------------------------------------------------------

এই কর্মকর্তা জানিয়েছেন, হাজিদের জন্য নানা ধরনের সুবিধা করে দেয়া হয়েছে। তারা কোনও বিপদে পড়লে বা কোনও সমস্যা হলে ৯১১ নাম্বারে কল করে সহযোগিতা নিতে পারবেন। আগের তুলনায় হজ যাত্রীদের সুবিধার জন্য সৌদি সরকার এবার নানা ধরনের সুবিধা প্রদান করছে। তাদের ঠিকভাবে খেয়াল রাখা হচ্ছে।

উল্লেখ্য, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবার মোট এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। গত ১৪ জুলাই হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর আগামী ২৭ আগস্ট হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে সৌদি আরব ছাড়বে।

আরও পড়ুন :

এ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাজেকে পণ্যবাহী মাহেন্দ্র খাদে, চালক নিহত
দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
X
Fresh