• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শিক্ষার্থীদের ঘরে ফিরতে অনুরোধ করিমের মা ও দিয়ার বাবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ আগস্ট ২০১৮, ১৮:৫৬

আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরতে অনুরোধ জানিয়েছেন বাসচাপায় নিহত আব্দুল করিম রাজিবের মা মহিমা বেগম এবং দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই অনুরোধ জানান তারা।

মহিমা বেগম বলেন, সবাই আমার সন্তানের জন্য রাস্তায় নেমেছ। সবই তো হয়ে গেছে। এখন তোমাদের সবার কাছে অনুরোধ, তোমরা ঘরে ফিরে যাও।

করিমের বোন বলেন, প্রধানমন্ত্রী আমাদের সান্ত্বনা দিয়েছেন। আমরা সন্তুষ্ট হয়েছি। তোমরাও সন্তুষ্ট হও। আমরা দোয়া করি, তোমরাও দোয়া কর তোমাদের বন্ধুদের জন্য। সবাই ঘরে ফিরে যাও।

--------------------------------------------------------
আরও পড়ুন : মিরপুরে শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা
--------------------------------------------------------

জাহাঙ্গীর আলম বলেন, অভিভাবকদের কাছে আমার অনুরোধ আপনাদের সন্তানকে বুঝিয়ে ঘরে ফিরিয়ে নিয়ে যান। প্রধানমন্ত্রীর নিজের মুখের কথা, আমরা বিচার পাব।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দোষীদের বিচারের আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন যে এটা কেউ চাপিয়ে রাখতে পারবে না। এর বিচার হবেই।

প্রধানমন্ত্রী আমাদের সান্ত্বনা দিয়েছেন এবং আমরা তার প্রতি খুব কৃতজ্ঞ বলেও উল্লেখ করেন দিয়ার বাবা।

উল্লেখ্য, গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাসচাপায় নিহত হওয়া করিম ও দিয়ার পরিবারের সদস্যরা বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে প্রত্যেক পরিবারকে অনুদান হিসেবে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দেয়া হয়।

আরও পড়ুন :

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে দৌলতদিয়া-পটুরিয়া নৌরুটে চলবে ২০ লঞ্চ ও ১৫ ফেরি
সৎ ও সাহসী সাংবাদিক ছিলেন ইহসানুল করিম
ইহসানুল করিমের দাফন সম্পন্ন
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আর নেই
X
Fresh