• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্যতা কী?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ আগস্ট ২০১৮, ১৬:১৩

মা-বাবার বুক খালি করে সড়কে প্রায় প্রতিদিন ঝরছে তাজা প্রাণ। এমন একটি দিন নেই যে সংবাদমাধ্যমগুলোতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির খবর প্রকাশিত হচ্ছে না। আসলে দোষটি কার? কেন এতো দুর্ঘটনা? এটার জবাব সবাই দিতে পারলেও নেই কোনও প্রতিকার।

যার যায় সে বুঝে- সড়কে প্রাণ হারানো পরিবারের স্বজন এমন কথা বলে অভিযোগ করেন, কিছু মানুষের ভুল এবং দুর্নীতির কারণে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। তবু ওইসব ভুল বা দুর্নীতি বন্ধ হচ্ছে না। সড়কে যাদের হাতে আমাদের প্রাণ থাকে তারা দেদারছে পাচ্ছে গাড়ি চালানোর লাইসেন্স, হোক তারা অনভিজ্ঞ। সব থেকে মজার ব্যাপার বেশির ভাগ চালকেরই নেই ড্রাইভিং লাইসেন্স।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য মতে, দেশে এই মুহূর্তে চলাচল করা বাস, মিনিবাস ও হিউম্যান হলারসহ মোট নিবন্ধিত যানবাহনের সংখ্যা ৩১ লাখ ৪৯ হাজার ৩৭৯। এর বিপরীতে লাইসেন্সপ্রাপ্ত চালক আছে প্রায় ২০ লাখ।

বিভিন্ন সূত্রে জানা যায়, বাকি সাড়ে ১১ লাখ গাড়ি চালায় শিশু, কিশোর এবং চালকদের হেল্পাররা। পরে তারা বিভিন্নভাবে অসৎ উপায়ে বের করছে লাইসেন্স।