• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু : শিক্ষার্থীদের মিরপুর সড়ক অবরোধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জুলাই ২০১৮, ১৩:৫২

রাজধানীতে গতকাল রোববার বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মিরপুর সড়কে অবস্থান বিক্ষোভ করেছেন সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

আজ সকাল সাড়ে ১১ টার দিকে ৩ কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নেন।এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিমানবন্দর সড়ক অবরোধ করেন কলেজটির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেখানেও যান চলাচলে বিঘ্ন ঘটে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীর সঙ্গে আশপাশের আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : চালক-হেলপার আটক, নিহত ছাত্রীর বাবার মামলা
--------------------------------------------------------

রাজধানীর ব্যস্ততম দুটি সড়ক শিক্ষার্থীরা অবরোধ করায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। এই দুই সড়কের যানজট অন্যত্রও ছড়িয়ে পড়ে।

বাসচাপায় প্রাণহানির ঘটনায় গতকাল রোববার রাতে ক্যান্টনমেন্ট থানায় মামলা করছেন নিহত শিক্ষার্থী দিয়া খানমের (মিম) বাবা জাহাঙ্গীর আলম।

গতকাল দুপুরের দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন।

নিহত দুই শিক্ষার্থী হলো শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম (১৬)।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় অভিযুক্ত বাসের দুই চালক ও দুই হেলপারকে আটক করেছে র‌্যাব।

আরও পড়ুন :

কেএইচ/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কচুয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
কালিয়াকৈরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
X
Fresh