• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু

চালক-হেলপার আটক, নিহত ছাত্রীর বাবার মামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জুলাই ২০১৮, ১২:৪৫

রাজধানীর কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মামলা করেছেন নিহত ছাত্রী দিয়া খানম মীমের বাবা মো. জাহাঙ্গীর। এই ঘটনায় অভিযুক্ত বাসের দুই চালক ও দুই হেলপারকে আটক করেছে র‌্যাব।

মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, আটক চালক ও হেলপারের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

নিহত ছাত্রী দিয়া খানম মীমের বাবা মো. জাহাঙ্গীর মামলায় বাসের চালক ও হেলপারকে অভিযুক্ত করেছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : বিমানবন্দর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
--------------------------------------------------------

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহান হক জানান, দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দুর্ঘটনার মামলা হয়েছে। নিহত শিক্ষার্থী দিয়া খানমের বাবা মামলাটি করেছেন।

এদিকে, শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হওয়ার প্রতিবাদে রাজধানীর ব্যস্ততম বিমানবন্দর সড়ক অবরোধ করে রেখেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

গতকাল রোববার কুর্মিটোলায় জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। নিহতরা হলেন- উচ্চমাধ্যমিক প্রথমবর্ষের ছাত্রী দিয়া আখতার মিম এবং দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুল করিম। এতে আহত হয়েছিলেন আরও বেশ কয়েকজন।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২ টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক     
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহত ১৪ : চালক-হেলপার আটক
চালকবিহীন মেট্রোরেল চালু হলো কলকাতায়
X
Fresh