• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নদী দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিদেরকে নৌমন্ত্রীর নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জুলাই ২০১৮, ১৭:০১

নদী দখলকারীরা যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ডিসিদেরকে নির্দেশ দিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিসভার সভাকক্ষে জেলা প্রশাসক(ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের প্রথম অধিবেশনে যোগ দিয়ে এই নির্দেশ দেন তিনি। অধিবেশন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

শাজাহান খান বলেন, সরকারের চাইতে বড় প্রভাবশালী কেউ না। আমরাই তো সরকারে। এর চেয়ে বড় প্রভাবশালী আর কেউ থাকতে পারে না। একটি অসাধু চক্র নদী থেকে বালু তুলে নদীর পাড় ভেঙে ফেলেছে। এদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

নদী আমাদের প্রাণ, তাই এটি রক্ষার কোনও বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, নদী দূষণরোধে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। এজন্য নদীর পাড়ে মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে।

নৌপরিবহনমন্ত্রী বলেন, বিএনপির নেতৃত্বে চার দলীয় জোট সরকার দেশের নদীগুলো ধ্বংস করে ফেলেছে। সেগুলো পুনরায় খননের কাজ চলছে। নদীর তীর দখল করে যে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, সেগুলো উচ্ছেদ করা হচ্ছে।

ইতোমধ্যে দেড় হাজার কিলোমিটার নৌপথ খনন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

কে/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের পরেই কঠোর অবস্থানে যাবে সরকার : শাজাহান খান
X
Fresh