• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বড়পুকুরিয়া কয়লা খনির কর্তাদের বিদেশ যেতে নিষেধাজ্ঞা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুলাই ২০১৮, ১৮:১৪

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা গায়েবের ঘটনায় ওই খনির ব্যবস্থাপনা পরিচালক, সচিব, মহাব্যবস্থাপক ও উপ মহাব্যবস্থাপকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক।

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে দুদক পুলিশের ইমিগ্রেশন অফিসে এ সংক্রান্ত চিঠি দিয়েছে।

নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা হলেন- বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির এমডি হাবিব উদ্দিন, জিএম আবুল কাশেম, জিএম আবু তাহের নুরুজ্জামান চৌধুরী, ডিজিএম খালেদুল ইসলাম।

দুদকের পরিচালক কাজী শফিকুল আলম জানিয়েছেন, পেট্টোবাংলার চেয়ারম্যানের কাছে বড় পুকুরিয়া থেকে কয়লা খনি থেকে ১ লাখ ৪৪ হাজার মেট্রিক টন কয়লা লোপাটের তথ্য পাওয়া গেছে।

দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে কেউ ছাড় পাবেন না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

তবে এই দুর্নীতির বিষয়ে এখন পর্যন্ত পেট্টোবাংলার পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

দুদক জানিয়েছে, খনি থেকে কয়লা উধাওয়ের ঘটনায় দুদকের অনুসন্ধানী দল কাজ করছে। দ্রুততম সময়ে কমিটি প্রতিবেদন জমা দেবে।

কয়লা সরবরাহ না পাওয়ায় বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন গত রোববার রাত থেকে বন্ধ হয়ে গেছে। এ কারণে রংপুর বিভাগের আট জেলায় বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে।

তবে সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, শিগগির এ সংকট মোকাবিলা করা হবে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীসহ সাবেক এমপির পিএসের বিরুদ্ধে দুদকের মামলা
অচল গার্মেন্টসকে সচল দেখিয়ে ২ কোটি টাকা লোপাটের অভিযোগ
বিমানবন্দরে ডলার আত্মসাৎ, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা 
X
Fresh