• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিদেশ যেতে না দেয়ায় হাইকোর্টে ‍ইমরান এইচ সরকারের রিট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জুলাই ২০১৮, ১৫:২৭

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে প্রশাসনের বাধার মুখে পড়ে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন তিনি।

সোমবার(২৩ জুলাই) হাইকোর্টে এই রিট করেন ইমরান। হাইকোর্টের একটি বেঞ্চে আজ এই রিটের শুনানি হতে পারে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরেরর আমন্ত্রণে গেল ২০ জুলাই দেশটিতে যাওয়ার কথা ছিল তার। ওই দিন বিকাল ৫টা দিকে ইমিগ্রেশন ও বোর্ডিং পাস হয়ে বিমানে ওঠার অপেক্ষায় ছিলেন ইমরান। এ সময় ইমিগ্রেশনের এক কর্মকর্তা গিয়ে তাকে ডেকে নিয়ে যান। এর পর বিমান ছাড়ার মিনিট দশেক আগে তাকে বলা হয়, ওপরের নির্দেশ আছে আপনি যেতে পারবেন না।

--------------------------------------------------------
আরও পড়ুন : হলি আর্টিজান হামলা: ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
--------------------------------------------------------

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পরিচালিত ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য ইমরান এইচ সরকারকে নিমন্ত্রণ করা হয়েছিল ।

আরসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh