• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ইসলামী ব্যাংকের হাসপাতালকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জুলাই ২০১৮, ১২:২৫

মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং সার্জিকাল সামগ্রী ব্যবহারের দায়ে রাজধানীতে ইসলামী ব্যাংকের দুই হাসপাতালকে জরিমানা করা হয়েছে।

হাসপাতাল দুইটি হলো- কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল ও পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড হাসপাতাল।

মঙ্গলবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাব-৩ এ অভিযান পরিচালিত হয়।

সারওয়ার আলম জানান, ইসলামী ব্যাংকের দুইটি হাসপাতালের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া গেছে। অপারেশন থিয়েটারে কিছু ওষুধ পাওয়া গেছে যেগুলোর মেয়াদ গত এপ্রিল ও মে মাসেই শেষ হয়েছে। তাই ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালকে ৬ লাখ ও ইসলামী ব্যাংক স্পেশালাইজড হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা (ভিডিও)
--------------------------------------------------------

সবমিলে দুই হাসপাতালের বিরুদ্ধে জরিমানার পরিমাণ সাড়ে ৭ লাখ টাকা।

একই অভিযানে পরীক্ষা না করে রিপোর্ট দেওয়ার দায়ে রাজধানীর আরও কয়েকটি হাসপাতালকে জরিমানা করা হয়।

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঋণ খেলাপি প্রার্থী শনাক্তে তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক
নতুন আর কোনো ব্যাংককে আপাতত একীভূত করা হচ্ছে না
বিএনপি নেতা রফিকুল ইসলাম হাসপাতালে ভর্তি
শিশু মারা যাওয়ায় চিকিৎসককে আইসিইউতে পাঠালেন স্বজনরা
X
Fresh