• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীতে বাসচাপায় পা হারালেন নারী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জুলাই ২০১৮, ০৯:২৫

রাজধানীর গুলিস্তান মোড়ে যাত্রীবাহী বাস চাপায় ডান পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে গেছে ঝুমুর আক্তার রাখি (৩২) নামের এক নারীর। আহত নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটের সেবিকা।

শনিবার রাত পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা যায়, গুলিস্তানে পায়ে হেটে রাস্তা পার হওয়ার সময় দয়াগঞ্জ থেকে মোহাম্মদপুর গামী মালঞ্চ পরিবহনের একটি বাসের চাকার নিচে ঝুমুরের ডান পায়ের পাতা পৃষ্ঠ হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতের মা তাছলিমা আক্তার জানান, তারা শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে থাকে। ঝুমুর সিনিয়র স্টাফ নার্স হিসেবে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে কাজ করেন। বিকেলে ডিউটি শেষ করে বাসায় ফিরার পথে গুলিস্তান মোড়ে রাস্তা পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বলেন, দুর্ঘটনায় নার্স ঝুমুরের ডান পায়ের পাতা পুরোপুরি থেঁতলে গেছে। চিকিৎসাধীন আছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হলো দেশ
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
তাপ কমাতে দৈনিক ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
৩০ বছর বয়সে ১৪ নারীর স্বামী সাঈদ
X
Fresh