• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শাহজালালে বিপুল পরিমাণ বিদেশি ওষুধ জব্দ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জুলাই ২০১৮, ১৩:২৮

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে একজন যাত্রীর কাছ হতে আমদানি নিয়ন্ত্রিত বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। শুক্রবার রাতে এই ওষুধ জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম আজ শনিবার আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে।
--------------------------------------------------------
আরও পড়ুন : ভারতীয় ভিসা সেন্টার উদ্বোধন করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
--------------------------------------------------------

“যাত্রী ২ নং বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাওয়ার প্রাক্কালে তার গতিরোধ করা হয় এবং পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার সঙ্গে থাকা ২ টি লাগেজ খুলে বিদেশি ওষুধগুলো জব্দ করা হয়। এসব ওষুধ হৃদরোগ, হাইপারটেনশন, লিভার রোগ, মূত্ররোগ চিকিৎসায় ব্যবহৃত হয়।”

তিনি বলেন, ওই যাত্রীর নাম যাত্রীর নাম আব্দুল মান্নান। তিনি থাইল্যান্ড থেকে BG-089 ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক ১০.৩০টায় অবতরণ করেন।

“আমদানি নীতি আদেশ অনুযায়ী ওষুধ শিল্প প্রশাসনের অনুমতি ব্যতিরেকে বিদেশি ওষুধ আমদানি করা যায় না। সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে রাত ১২.০০ টায় এসব পণ্য ইনভেন্টরি করা হয়। জব্দ ওষুদের আনুমানিক দাম প্রায় ৫০ লাখ টাকা।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
দুবাই বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, দুর্বিষহ জনজীবন
দ্রুত সময়ের মধ্যে মুজিবনগরে স্থলবন্দর হবে : জনপ্রশাসনমন্ত্রী 
একাধিক পদে চট্টগ্রাম বন্দরে চাকরির সুযোগ
X
Fresh