• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

তেজগাঁওয়ে রাস্তা অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জুলাই ২০১৮, ১৫:০৮

রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায় রাস্তা অবরোধ করে গোল্ডস্টার ডিজাইন লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বকেয়া পাওনা পরিশোধ না করেই কারখানাটি বন্ধ করার অভিযোগ করেছেন শ্রমিকরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ বিক্ষোভ চলে। পরে পুলিশের তেজগাঁও বিভাগের আশ্বাসে রাস্তা থেকে সরে যান তারা। এরপর শ্রমিকরা বিজিএমইএ এর সামনে গিয়ে বিক্ষোভ করেন।

আন্দোলনকারীদের অভিয়োগ, ঈদ বোনাস ও বকেয়া বেতন না দিয়ে প্রতিষ্ঠানটি আকস্মিকভাবে বন্ধ করা হয়েছে। এতে কর্মীরা বেকার হয়ে পড়েছে। বেশ কয়েকবার তারিখ দিয়েও বেতন-বোনাস দেয়া হয়নি তাদের। তাই বাধ্য হয়ে আজ বিক্ষোভ করতে রাস্তায় নেমেছেন তারা।

তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া বলেন, রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলার ফলে কারওয়ান বাজারের ব্যস্ততম রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়। ওই মালিককে খুঁজে বের করে টাকা আদায়ের চেষ্টা করা হবে।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিদ্ধিরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে গার্মেন্টস শ্রমিকদের বাস
X
Fresh