• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের অগ্রযাত্রায় যুক্তরাজ্যের ভূয়সী প্রশংসা

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৭ জুলাই ২০১৮, ০৯:৫৮

বাংলাদেশের উন্নয়নে অভূতপূর্ব অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাজ্য পার্লামেন্টের বাংলাদেশ বিষয়ক সর্বদলীয় কমিটির সভাপতি সংসদ সদস্য অ্যান মেইন। সেই সাথে তিনি দুদেশের মধ্যকার বিরাজমান উষ্ণ অর্থনৈতিক সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মানবিক ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন। খবর বার্তা সংস্থা ইউএনবি’র।

বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উঠার যোগ্যতা অর্জন উদযাপন উপলক্ষে লন্ডনের ব্যাডেন-পাওয়েল হাউজে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে অ্যান মেইন এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ কার্যালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান ফারগুস আউল্ড, আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের (ডিএফআইডি) বাংলাদেশ সংক্রান্ত ঊর্ধ্বতন গভর্নেন্স অ্যাডভাইজার জুয়েল হার্ডিং ও আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের ট্রেড পলিসি গ্রুপের ম্যানেজার ক্রিস্টিনা টোপেল।

--------------------------------------------------------
আর পড়ুন : ফের দখলের পথে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড, বাড়ছে ছিনতাই (ভিডিও)
--------------------------------------------------------

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল কাওনাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর এসএম জাকারিয়া হক। সেই সাথে অনুষ্ঠানে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক উত্তরণের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ সময় যুক্তরাজ্য ভিত্তিক ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ ক্যাটারারজ অ্যাসোসিয়েশন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স, ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিনিধি ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও হাইকমিশনের কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশাত্ববোধক সঙ্গীতসহ দেশীয় নৃত্য পরিবেশন করেন যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিল্পীরা।

আর পড়ুন :

কেএইচ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
মালয়েশিয়ায় ই-পাসপোর্টসংক্রান্ত হাইকমিশনের জরুরি নোটিশ
মঈন খানের বাসায় ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজ 
মালয়েশিয়ায় বাংলাদেশিরা শুধু শ্রমিক নয়, দক্ষ পেশাজীবীও : হাইকমিশনার
X
Fresh