• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

না ফেরার দেশে ভাষাসৈনিক হালিমা খাতুন

পাভেল রহমান, আরটিভি অনলাইন

  ০৩ জুলাই ২০১৮, ১৬:২৯
ছবি: সংগৃহীত

চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন ভাষাসৈনিক, অধ্যাপক হালিমা খাতুন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হাসপাতালের কমিউনিকেশন ও মার্কেটিং বিভাগের প্রধান সাগুফা আনোয়ার জানান, মঙ্গলবার দুপুর ১টা ৫৬ মিনিটে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হালিমা খাতুনের ভাতিজি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা আরটিভি অনলাইনকে বলেন, “মৃতদেহ কোথায় দাফন করা হবে, সে বিষয়ে আলোচনা চলছে। লাবণী (আবৃত্তিশিল্পী প্রজ্ঞা লাবণী, হালিমা খাতুনের মেয়ে) আমাকে জানিয়েছে, কাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ নেওয়া হতে পারে। সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানানো হবে।”

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ আরটিভি অনলাইনকে বলেন, “ভাষাসৈনিক হালিমা খাতুনের মরদেহ শেষ শ্রদ্ধা জানাবার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনার ব্যাপারে তার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা চলছে। কয়টায় আনা হবে এবং কোথায় দাফন করা হবে তার বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি। সন্ধ্যার পর বিস্তারিত জানাতে পারবো।”