• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ লাখ টাকা জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জুলাই ২০১৮, ১৭:২৫

রাজধানীর ধানমন্ডি-২ নম্বর সড়কের পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

দুই বছর আগের মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, ডেট পরিবর্তন করে ঢাকার বাইরের জেলাগুলোতে পাঠানো এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে এ জরিমানা করা হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৭ সালেও পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এবার এসেও আমরা অনেক অনিয়ম পেয়েছি। আমরা চেয়েছিলাম সিলগালা করতে। রোগীদের কথা ভেবে করিনি। তবে আবার যদি এসে এই রকম অভিযোগ প্রমাণ মেলে তাহলে বড় ধরনের ব্যবস্থা নেয়া হবে।

সোমবার দুপুর একটা থেকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে শুরু হয় এই অভিযান। অভিযানে ডায়াগনস্টিক সেন্টারের লেভেল-১০ এর স্টোর রুম থেকে বিপুল পরিমাণ রি-এজেন্ট উদ্ধার করা হয়।

জব্দকৃত রি-এজেন্টের মধ্যে সিমেন্স গ্রুপের স্ট্যান্ডার্ড হিউম্যান প্লাজমার মেয়াদ ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর এবং ক্যাপিলারিস ইমিউনোটাইপিংয়ের মেয়াদ ২০১৭ সালের জুনে শেষ হয়।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলগালাকৃত ডায়াগনস্টিক সেন্টারে খতনা, সংকটাপন্ন শিশুর জীবন
ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসালয়কে ৭ লাখ টাকা জরিমানা
ময়মনসিংহে ৩ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
লাইসেন্স ছাড়া চলছে বেশিরভাগ হাসপাতাল-ক্লিনিক (ভিডিও)
X
Fresh