• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এক বাসের ধাক্কায় আরেকটির চাপায় নিহত সাবেক জাবি শিক্ষার্থী

জাবি প্রতিনিধি

  ০১ জুলাই ২০১৮, ২২:২৮

রাজধানী ঢাকার কালশী ফ্লাইওভার থেকে মোটরসাইকেলে করে গন্তব্যস্থলে যাওয়ার পথে এক বাসের ধাক্কার পরে আরেকটির চাপায় নিহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহরিয়ার সৌরভ সিজান(২৮)।

নিহত সিজান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন বেলা ১১টার দিকে বসুমতি নামে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেল আরোহী সিজানকে ধাক্কা দেয়। এসময় তিনি পড়ে গেলে আরেকটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়।

এরপর আশংকাজনক অবস্থায় সিজানকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার(এসি) তাপস কুমার দাস বলেন, সিজানকে চাপা দেয়া বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। তাকে আটক করা চেষ্টা চলছে।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবিতে ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
নারায়ণগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০  
বাস থেকে পড়ে যান হেলপার, মাথার ওপর দিয়ে চলে গেল চাকা
X
Fresh