• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

৩ কোটি টাকার স্বর্ণসহ মধ্যরাতে আটক মালয়েশিয়ার নাগরিক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুন ২০১৮, ১২:৩৩

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে ৫ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ার এক নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা। শনিবার দিনগত রাত ১টার দিকে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা মালয়েশিয়া থেকে আগত একটি ফ্লাইট থেকে ওই নাগরিককে আটক করেন।

আটক যাত্রীর নাম লুই কুন হং (৩৩)। হং চীনা বংশোদ্ভূত।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) শহীদুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, শনিবার রাতে ওডি-১৬২ ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন লুই কুন হং। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার কাছ থেকে ১ কেজি ওজনের ৪টি স্বর্ণবার এবং ৬পিস স্বর্ণবারের কাটপিস আটক করা হয়। যার ওজন ৫ কেজি ৪৮৭ গ্রাম। মূল্য ২ কোটি ৭৪ লাখ।

তিনি আরও বলেন, যাত্রী কোনও প্রকার ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বেরিয়ে আসছিল। এসময় তার জুতার ভেতর লুকানো অবস্থায় থাকা স্বর্ণের বারগুলো উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা। আটককৃত স্বর্ণ ও যাত্রীর বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় ই-পাসপোর্টসংক্রান্ত হাইকমিশনের জরুরি নোটিশ
মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ ২৬ জন আটক
মহেশপুর সীমান্তে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ আটক ২
মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশি গ্রেপ্তার
X
Fresh