• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঈদে ফাঁকা ঢাকায় নিরাপত্তা দেবে পুলিশ: আইজিপি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জুন ২০১৮, ১৬:১৮

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি গ্রামে ঈদ করতে যাওয়া যাত্রীদের উদ্দেশে বলেছেন, ঈদে ফাঁকা ঢাকায় পুলিশ নিরাপত্তা দেবে। তবে বাসায় ভালো করে তালা মেরে যাবেন।

শুক্রবার দুপুরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

আইজিপি বলেন, ‘পুলিশ তৎপর থাকায় এবার দেশে কোনো দুর্ঘটনা ঘটেনি। সবাই নির্বিঘ্নে গ্রামে পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন। পুরো রোজা শেষ হয়ে গেলেও কোথাও কোনো খারাপ ঘটনা ঘটেনি। ঈদের পরও কিছু হবে না বলে আশা করছি।’

আইজিপি আরও বলেন, ‘এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তবে গতকাল সব গার্মেন্টস ছুটি হওয়ায় রাস্তায় নেমে আসে লাখ লাখ যাত্রী। পুলিশ হিমশিম খাচ্ছে তবুও দায়িত্ব পালন করছে। একটাই উদ্দেশ্য সবাই যাতে বাড়িতে গিয়ে ঈদ করতে পারেন।’

যাত্রীদের প্রতি তিনি আরও বলেন, ‘অপরিচিত কারও সঙ্গে সখ্যতার দরকার নেই। তারা কিছু খাইয়ে দিতে পারে। আপনি অচেতন হয়ে গেলেই সবকিছু নিয়ে চম্পট দেবে। তাই চলার পথে সাবধানতা অবলম্বন করবেন। তাহলে বিপদমুক্তভাবে নির্বিঘ্নে বাড়ি যেতে সুবিধা হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়, ডিবির অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য, যুগ্ম-কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম প্রমুখ।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তি সইয়ের সম্ভাবনা
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
পাহাড়ে রাতে র‌্যাব-পুলিশের অভিযান, ১০ অপহৃত উদ্ধার
X
Fresh