• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, থাকবে বজ্র প্রতিরোধক যন্ত্র

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জুন ২০১৮, ১৫:২০

রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে এ তথ্য জানান মেয়র।

সাঈদ খোকন বলেন, প্রায় লক্ষাধিক লোকের জামাত আয়োজনে যাবতীয় প্রস্তুতির কাজ শেষ হয়েছে। প্রতিকূল আবহাওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে, ঈদের দিন সকালে আবহাওয়া প্রচণ্ড খারাপ হলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

মেয়র বলেন, মুসল্লিদের জন্য তিন স্তরের নিরাপত্তা বেষ্টিত থাকবে জাতীয় ঈদগাহে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। সেই অনুযায়ী র‌্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা মাঠে কাজ করছে।

তিনি বলেন, সম্প্রতি দেশে বজ্রপাত বেড়ে গেছে। ঈদের জামাতের সময় ঝড় বৃষ্টিতে বজ্রপাত হলে তা প্রতিরোধে যন্ত্র বসানো থাকবে। ফলে মুসল্লিরা নির্বিঘ্নে ঈদের জামাত আদায় করতে পারবেন।

মেয়র বলেন, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস প্রস্তুত থাকবে। মুসল্লিদের জরুরী স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মেডিকেল টিম ঈদগাহে প্রস্তুত থাকবে। কেউ অসুস্থ হলে সঙ্গে সঙ্গে তাকে সেবা দেয়া হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি
হাইমচরে ঘুরতে এসে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
সুনামগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু 
বজ্রপাতে ৩ জেলায় ৪ জনের মৃত্যু
X
Fresh