• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পচা হালিম বিক্রি, লালবাগের জান্নাত ক্যাফেকে ২ লাখ টাকা জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ জুন ২০১৮, ১৭:৪৬

পচা হালিম, পোড়া খাবার বিক্রি ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনহীন লাবাং বিক্রি করার অপরাধে লালবাগের জান্নাত ক্যাফেকে ২ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার বিকেল পৌনে ৪টার দিয়ে বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মশিউর রহমান এই দণ্ডাদেশ দেন।

এ বিষয়ে মশিউর রহমান বলেন, পোড়া তেল সংরক্ষণ করে বার বার ব্যবহার করা এবং পচা হালিম গরম করে বার বার বিক্রি করতো তারা। রান্না ঘর গোয়াল ঘরের মতো নোংরা ও স্যাঁতস্যাঁতে ছিল।এসব অভিযোগে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এর আগে পলাশীর বুয়েট মার্কেটে অভিযান চালিয়ে কেজি প্রতি ৫শ টাকা দরে গরুর মাংস বিক্রি করায় দুই জনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে শব্দ দূষণ : দিনে বাংলামোটরে, রাতে লালবাগে
মিরপুরে বস্তিতে ও লালবাগে কারখানায়  আগুন
রাজধানীর লালবাগে জুতার কারখানায় আগুন
X
Fresh