• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আজ থেকে শুরু হলো ঈদের বিশেষ ট্রেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ জুন ২০১৮, ১৬:০১

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নির্বিঘ্নে যাত্রী যাতায়তের সুবিধা দিয়ে এবারও বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হয়েছে।আজ থেকে বিশেষ ট্রেন সেবা শুরু হলো। তবে আজ লালমনি এক্সপ্রেস ছাড়া আর কোনও ট্রেন শিডিউল বিপর্যয় ঘটেনি। জানালেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক।

আজ বুধবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে সকাল পৌনে ৯টায় দেওয়ানগঞ্জের উদ্দেশে প্রথম বিশেষ ট্রেনটি ছেড়ে গেছে। এবারই প্রথমবারের মতো ঢাকা-খুলনা-ঢাকা রুটেও চলবে বিশেষ ট্রেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : যাত্রা পথে কারো দেয়া কিছু খাওয়া যাবে না: আইজিপি
--------------------------------------------------------

রেলওয়ে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিদিন সকাল সোয়া ৯টায় কমলাপুর থেকে লালমনিরহাটের উদ্দেশে একটি এবং রাত ১২টা ৫ মিনিটে খুলনার উদ্দেশে ছেড়ে যাবে একটি বিশেষ ট্রেন। রাত ১০টা ৫০ মিনিটে পার্বতীপুরের উদ্দেশে একটি এবং রাত সোয়া ৯টায় রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে একটি বিশেষ ট্রেন।

খুলনা রুট ছাড়া বাকি রুটগুলোর বিশেষ ট্রেন ঈদের পর সাতদিন চলাচল করবে। ট্রেনগুলো ক্ষেত্র বিশেষে কয়েকটি স্টেশনে থামবে।

রেলওয়ের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, যাত্রীদের যাতে দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য বাংলাদেশ রেলওয়ে সব সময় ঈদ স্পেশাল সার্ভিস চালু করে। ১০ জুন থেকে স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে, যা এখনও চলমান। ঈদের পর সাতদিন ধরে এই ট্রেন চলবে।

আরও পড়ুন :

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh