• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল

অনলাইন ডেস্ক
  ০৪ নভেম্বর ২০১৬, ২১:৪১

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ ও গ্রেপ্তারের দাবিতে শাহবাগে সমাবেশ ও মশাল মিছিল করেছেন লেখক, শিল্পী, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের নাগরিকরা।

শুক্রবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নাসিরনগর ও ঠাকুরগাঁওয়ে হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি ঘরে হামলা এবং আগুনের ঘটনার নিন্দা জানান। এ ঘটনায় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ছায়েদুল হক এবং প্রশাসনের নীরবতা সমালোচনা করেন তারা।

নারীনেত্রী খুশী কবির বলেন, সাম্প্রদায়িক শক্তি এসব হামলার সঙ্গে জড়িত। তাদের কাছে কখনও হার মানা যাবেনা।

সমাবেশ শেষে একটি মশাল মিছিল শাহবাগ থেকে রূপসী বাংলা হোটেলের সামনের মোড় ঘুরে আবার শাহবাগে ফিরে শেষ হয়।

এইচটি/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh