• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

পচাবাসি খাবার রাখায় আলাউদ্দিনকে ৫ লাখ টাকা জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জুন ২০১৮, ১৮:২৩

রাজধানী বংশালের নাজিমুদ্দিন রোডের আলাউদ্দিন টেইক অ্যাওয়েকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খাদ্যদ্রব্যে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত।

এরমধ্যে মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার জুয়েলকে (৪২) আড়াই লাখ টাকা এবং পচা ও বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে ফ্লোর ইনচার্জ মো. শফিককে (৪৫) আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

রোববার দুপুরে ডিবি পুলিশের সহযোগিতায় এই আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান।

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নাজিমউদ্দিন রোডের এই প্রতিষ্ঠানে দেখা যায়, পচা ও বাসি খাবার রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি করা হচ্ছে। বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে কোনও সদুত্তর দিতে পারেননি প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা।

রমজান মাসজুড়ে চলমান ডিএমপির বিশেষ অভিযানের অংশ হিসেবে এই আদালত পরিচালিত হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৯
পল্টনে ছয়তলা ভবন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যা
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
নির্দেশনা উপেক্ষা করে উদীচীর বর্ষবরণ, যা বলছে ডিএমপি
X
Fresh