• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কমলাপুর থেকে ছেড়েছে ঈদের প্রথম ট্রেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জুন ২০১৮, ১০:৫২
ফাইল ছবি

এইবারের ঈদে ঘরমুখো হাজারো মানুষ নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়ে গেছে।

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রোববার সকাল ৬টা ২০ মিনিটে দিনের প্রথম ট্রেন সুন্দরবনের যাত্রা হওয়ার কথা থাকলেও সেটি দেরিতে যাত্রা করে।

এদিকে যাত্রার প্রথম দিনেই ছিল উপচেপড়া ভিড়। যাত্রীদের অনেকেই ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদে চড়ে বসেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় তাদের ছাদ থেকে পরে নামিয়ে দেওয়া হয়।
--------------------------------------------------------
আরও পড়ুন : রোহিঙ্গা ইস্যুতে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর আহ্বান
--------------------------------------------------------

মারুফ নামে এক ছাত্র বলেন, ট্রেনে অনেক ভিড়। রাস্তার অবস্থা খারাপ দেখে ট্রেনে আসছি, এখানেও ভোগান্তি। নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ে না। আজ ৬টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও ছাড়ছে ৭টা ১৫ মিনিটে।

অনেকে বলছেন, এভাবে ট্রেনগুলো বিলম্বে ছাড়লে ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শিডিউল বিপর্যয়ের মাত্রা বাড়তে পারে। এতে এবারো ট্রেনের ঈদযাত্রায় সঙ্গী হতে পারে ভোগান্তি।

জাহিদ নামে এক যাত্রী বলেন, বৃষ্টিতে পুরো রাস্তা যানজট। সিএনজি থেকে মতিঝিল নেমে ট্রেন ধরার জন্য কমলাপুর স্টেশনে হেঁটে আসছি। গত রমজানের ঈদেও এ ট্রেনটি শিডিউল ঠিক রাখতে পারেনি। এবার প্রথম দিন থেকেই ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিলো।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
চবির শাটল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
রাজধানীতে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
লঞ্চ-ট্রেন-বাসে যাত্রী চাপের মধ্যেই রাজধানীতে ফিরছে মানুষ
X
Fresh