• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চলবে : প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ জুন ২০১৮, ২২:৪৯

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। বাংলাদেশে অন্যায় ও অবিচারের কোনো স্থান হবে না। আমরা একটি মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মুক্ত দেশ গঠন করতে চাই। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ(বুধবার) সন্ধ্যায় গণভবনে আইনজীবীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, আমরা আশা করি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। আর এভাবে আমরা দেশ গঠন করতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার পর পরই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন কিন্তু স্বৈরশাসক জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করার পর সেই বিচার বন্ধ করে দেন। দেশকে কলঙ্কম্ক্তু করতে যুদ্ধাপরাধীদের বিচার এবং বিচারের রায় কার্যকর করা হচ্ছে। বঙ্গবন্ধুর খুনিদের বিচার সম্পন্ন হয়েছে।