• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর আগাম জামিন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জুন ২০১৮, ১৫:২১

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ার অভিযোগে দায়ের করা তিন মামলায় বিএনপি ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার দুপুরে বিচারপতি আবদুল হাফিজ এবং বিচারপতি সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

গত ২৮ মে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ায় গিয়াস উদ্দিন কাদের ও স্থানীয় বিএনপি নেতা সারোয়ার আলমগীরসহ ৫০/৬০ জনকে আসামি করে ফটিকছড়ি থানায় একটি মামলা করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দিন। পরে এ অভিযোগে তার বিরুদ্ধে আদালতে আরও তিনটি মামলা দায়ের করেন চট্টগ্রামের আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা। এর মধ্যে একটি মামলায় গিয়াস উদ্দিন কাদেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ভাই।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh