• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মাদকবিরোধী অভিযান:

‘বন্দুকযুদ্ধে’ নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মে ২০১৮, ১১:১৭

গেলো দুই সপ্তাহে মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে।

র‌্যাব, পুলিশ ও ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জোড়ালে করেছে মাদকবিরোধী অভিযান। এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে প্রতিদিনই সারাদেশে নিহতের সংখ্যা বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবী নিহতরা সবাই মাদক ব্যবসায়ী।

গেলো রাতেই দেশের নয় জেলায় ১৪ ব্যক্তি কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ। এর মধ্যে রাজধানীর ভাসানটেকে তিনজন, বেনাপোলে দুজন, কুমিল্লার বুড়িচংয়ে একজন, সিরাজগঞ্জের কামারখন্দে একজন, নড়াইলে একজন, কক্সবাজারে একজন, চুয়াডাঙ্গায় একজন ও চট্টগ্রামে একজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া মাগুরায় তিন ‘মাদক ব্যবসায়ীর’ লাশ পাওয়ার তথ্য দিয়েছে পুলিশ।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন গড়ে ১০টি পরিবার মাদকের কারণে মানসিকভাবে হত্যার শিকার হচ্ছে। আইনজীবীরা বলছেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযানের বদলে যুদ্ধাপরাধীদের মতো ট্রাইব্যুনাল গঠন করে বিচার করা যেতে পারে।

--------------------------------------------------------
আরও পড়ুন : সাত জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১২
--------------------------------------------------------

মাদকবিরোধী এ অভিযানে নিরপরাধ কেউ হয়রানী বা শাস্তির শিকার হচ্ছে না জানিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণ পদ রায় জানান, শুধু মাঠ পর্যায়ে নয়, মাদকের মূলহোতাদেরও ছাড় দেয়া হবে না। একই সঙ্গে দেশে যেন মাদক প্রবেশ না করতে পারে সে ব্যবস্থাও নেয়া হচ্ছে। পাশাপাশি আইন-শৃঙ্খলারক্ষাবাহিনীর যে সব বিপথগামী সদস্য জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, মাদকের বিরুদ্ধে অভিযান বছর জুড়ে চলমান থাকলেও প্রধানমন্ত্রী নির্দেশে জোর দেয়া হয়েছে। গেলো বছরে ৪ কোটি ১ লাখ ইয়াবা ধরা পড়েছে। অভিযান কখনো বন্ধ ছিল না। যতক্ষণ মাদকব্যবসায়ীরা থাকবে ততক্ষণ অভিযান অব্যাহত থাকবে।

আইনজীবী ডক্টর শাহদীন মালিক বলছেন, মাদকের বিরুদ্ধে যে ধরণের অভিযান চলছে, তা অন্যভাবেও করা যেতে পারে। মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে তাদের শাস্তি দিলে আইনের প্রতি সবার আস্থা বাড়বে।

এ ধরণের অভিযানে সমর্থন জানিয়ে অধ্যাপক মোহিত কামাল বলছেন, যেকোনো ধরণের মাদক সব দিক থেকে মানুষকে ধ্বংস করে দেয়। তাদের একধরনে মানুষিক রোগ দেখা দেয়। এরা মানুষিকভাবে খুন হয়ে যাচ্ছে।

মাদক থেকে ফেরাতে সন্তানদের প্রতি খেয়াল রাখার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলার পরামর্শও দিলেন এই চিকিৎসক।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৬
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২
ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে আটক ২০ 
রাজধানীতে গ্রেপ্তার ২৭
X
Fresh