• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মিয়ানমার প্রেসিডেন্টের ক্ষমা পেলেন বাংলাদেশ ফেরত ৫৮ রোহিঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ মে ২০১৮, ১২:১৩

মিয়ানমার প্রেসিডেন্টের ক্ষমা পেলেন বাংলাদেশ ফেরত ৫৮ রোহিঙ্গা। বাংলাদেশ থেকে পুনরায় মিয়ানমারে প্রবেশের সময় তাদের গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মিয়ানমার কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড, ইউএনবি।

মিয়ানমার সরকার দাবি করেছে, কক্সবাজার শিবির থেকে ফেরত যাওয়াদের প্রথম ব্যাচটি মিয়ানমারের অভ্যর্থনা কেন্দ্রে (রিসেপশন সেন্টার) পৌঁছেছে।

২৭ মে (রোববার) মিয়ানমারের স্টেট কাউন্সিলরের কার্যালয় ‘কক্সবাজার শিবির থেকে প্রথম ফেরত আসারা অভ্যর্থনা কেন্দ্রে পৌঁছেছেন’শীর্ষক এক বিবৃতিতে জানায়, এসব ফেরত আসাদের বিদ্যমান আইনে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের কয়েকজনকে কারাদণ্ড দেয়া হয়েছে।

তাদের কারাগার থেকে মুক্তি দিয়ে গত ২৬ মে নঙ কু ইয়া অভ্যর্থনা শিবিরে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় যাচাই শেষে তাদের হ্লা পুই কোয়াং ট্রানজিট ক্যাম্পে পাঠানো হবে বলে মিয়ানমার সরকার জানিয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : মুক্তামণিকে দেখতে যেতে না পারায় কষ্ট পেয়েছেন প্রধানমন্ত্রী
--------------------------------------------------------

মিয়ানমার জানিয়েছে, যারা সন্ত্রাসে জড়িত ছিল না শুধু তাদের জন্যই এই ব্যবস্থা নেয়া হবে। আর যারা সন্ত্রাসী কাজে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, মিয়ানমারে সেনা অভিযান ও নির্যাতনের মুখে ১২ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন :

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের রাজকুমারী
রোহিঙ্গা ক্যাম্পে সুইডেনের রাজকন্যা
রোহিঙ্গাদের জন্য ইউএনডিপি’র বড় তহবিল গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর
তিনদিনের সফরে সুইডেনের রাজকন্যা ঢাকায়
X
Fresh