• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জুতার ভেতর মিললো ১ কেজি সোনা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ মে ২০১৮, ০৯:৪৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত চেকপোস্ট থেকে আব্দুল মোতালেব (৫২) নামে ভারতগামী এক যাত্রীর জুতার ভেতর থেকে সাড়ে ৯টি সোনা বার উদ্ধার করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা। যার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। এসময় স্বর্ণ চোরাচালানের অভিযোগে তাকে আটক করা হয়।

শুক্রবার এ ঘটনা ঘটে। আটক মোতালেব গাজীপুর জেলার টঙ্গী উপজেলার আনিছপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

--------------------------------------------------------
আরও পড়ুন : রাজধানীতে ময়লার ড্রাম থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
--------------------------------------------------------

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা ছবি রানী দত্ত জানান, জয়নগর, দর্শনা চেকপোস্ট দিয়ে সোনার বার ভারতে চালান করা হবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার নির্দেশে ৮ সদস্যের একটি দল শুক্রবার সকাল থেকে দর্শনা চেকপোস্টে অবস্থান নেয়। পরে সন্দেহ হলে ভারতগামী বাংলাদেশি নাগরিক আব্দুল মোতালেবকে আটক করে কাস্টমস অফিসে আনা হয়। পেশায় কসমেটিক্স ব্যবসায়ী পরিচয় দেয়া এ ব্যক্তি গত এক বছরে ১৫ বার ভারতে গিয়েছেন এবং প্রতি বার ১ দিনের মধ্যেই ফেরত এসেছেন।

আরও পড়ুন :

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh