• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৯

সৌদি আরব (জেদ্দা) প্রতিনিধি:

  ২১ মে ২০১৮, ০৮:৫১

সৌদি আরবের মক্কা-মদিনা রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন বাংলাদেশিসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন। পবিত্র ওমরাহ হাজীদের বহনকারী একটি বাস উল্টে গেলে এই হতাহতের ঘটনা।

কর্মকর্তারা জানাচ্ছেন, মদিনা-মক্কা রোডে ওমরাহ হাজীদের যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলে ৯ জনের মৃত্যু হয়।

সৌদি আরবের কর্মকর্তারা বলছেন, ওই সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাচ্ছেন তারা। তবে আহত ব্যক্তিদের দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে হতাহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিহত ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছে বলে জানা যাচ্ছে।

সৌদি আরবের সিভিল ডিফেন্সের মুখপাত্র খালেদ আল-ছাহলি জানিয়েছেন, রোববার সকাল ১০টার দিকে দ্রুতগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কিলো ৯৬ ব্রিজের কাছে উল্টে যায়। এসময় এই হতাহতের ঘটনা ঘটে।

উল্লেখ্য, ওমরাহ হজের নির্দিষ্ট কোনো সময় নেই। শুধু হজের দিনগুলো ছাড়া বছরের বাকি সময়গুলোতে ওমরাহ হজ করা যায়। বিশেষ করে রমজানের সময় ওমরাহ’র ফজিলত অনেক বেশি।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে বাংলাদেশি নিহত
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, আহত ৫
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি নিহত, সুষ্ঠু তদন্তের আশা পররাষ্ট্রমন্ত্রীর
X
Fresh