DMCA.com Protection Status
  • ঢাকা রবিবার, ২১ এপ্রিল ২০১৯, ৮ বৈশাখ ১৪২৬

পিএসসির সদস্য হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ফজুলল হক

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৭ মে ২০১৮, ২৩:৩৯ | আপডেট : ১৭ মে ২০১৮, ২৩:৪৯
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. ফজুলল হক।

আজ(বৃহস্পতিবার) মো. ফজুলল হকের নিয়োগ সংক্রান্ত এক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ফজলুলকে পিএসসির সদস্য নিয়োগ দেয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আরিফ নাজমুল হাসান সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে বলা হয়েছে, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে ওই পদে নিয়োগ দিয়েছেন।
--------------------------------------------------------
আরও পড়ুন : ফোনেই পাওয়া যাবে বিমানের টিকিট
--------------------------------------------------------

ফজলুল ৬৫ বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ ২০২১ সালের ৬ নভেম্বর পর্যন্ত পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ফজলুল হককে নিয়ে পিএসসির বর্তমান সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে আছেন সরকারের অবসরপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ সাদিক।

জেএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়