• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মাদকের মূলোৎপাটন করা হবে: র‌্যাব ডিজি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মে ২০১৮, ১৭:১০

মাদক প্রতিরোধে আইনি ব্যবস্থায় যতো কাঠামো আছে তার সর্বোচ্চ প্রয়োগ করবে র‌্যাব। কারো হাতে মাদক থাকলে ক্যাম্পের পাশে ফেলে যান। বললেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, যেসব ব্যবসায়ীর হাতে এখনও মাদক আছে তাদের অনুরোধ করছি র‌্যাবের বিভিন্ন ক্যাম্পের পাশে ফেলে যান।

তিনি বলেন, মাদক এখন জাতীয় সমস্যা। সবার সহযোগিতা নিয়ে সর্বগ্রাসী এ সমস্যাকে রুখতে হবে। মাদকের মূলোৎপাটন করা হবে। তারা যাতে আইনের কোনো ফাঁক দিয়ে পার পেতে না পারে এজন্য আইনজীবীদেরও সহযোগিতা প্রয়োজন।

বেনজীর আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে গত ৪ মে থেকে সারাদেশে র‌্যাবের বিশেষ অভিযান চলছে। এই অভিযানে ১ হাজার ৪১৫ জন মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে এবং ৩৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মাদক নির্মূলে রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ধর্মীয় নেতা, সাংবাদিক, মানাবাধিকার কর্মী, সোশ্যাল অ্যাকিটিভিস্ট ও অভিভাবকসহ সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা চান র‌্যাব মহাপরিচালক।

বেনজীর আহমদ বলেন, র‌্যাব শুরুর পর থেকে এ পর্যন্ত ৬৮ হাজার ৪৯৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এই সময় প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে। মাদকদ্রব্য উদ্ধারে র‌্যাব নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা করা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, আমরা চাইব, যারা মাদক সেবন করবেন, তারা আর মাদক নেবেন না, যারা ব্যবসা করেন তারা মাদক বিক্রি বন্ধ করবেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতিয়ায় হেলমেট বাহিনীর তাণ্ডব, ব্যবসায়ীর দোকান ভাঙচুর
‘আমার কাছে দেশের সবচেয়ে দামি অস্ত্র আছে’
ট্রলার থেকে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
শ্যালিকার সঙ্গে অনৈতিক সম্পর্কের বলি ব্যবসায়ী নিজাম
X
Fresh