• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বাড্ডায় ব্যবসায়ী হত্যায় আটক যুবক ‘বন্ধুকযুদ্ধে’ নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ মে ২০১৮, ০৯:৩৪

রাজধানীর বাড্ডায় আলাতুন্নেসা স্কুল রোডে ডিশ ব্যবসায়ী বাবুকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় আটক তিনজনের মধ্যে সাফায়েত তামরিন (৩০) নামে একজন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে আফতাবনগর এলাকায় এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল আলম বলেন, ভোর ৪টার দিকে আফতাব নগরে ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে সাফায়েত গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক ভোরে তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ বাড্ডা জাগরনী ক্লাবের সামনে প্রকাশে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আব্দুর রাজ্জাক বাবু। তার পিতার নাম ফজলুর রহমান। তিনি ম্যাক্স কেবল নামে ডিশ ব্যবসা করতেন। অস্ত্রধারীরা ব্যবসায়ীকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় মধ্য বাড্ডার আলাতুনেসা স্কুল পার হওয়ার পর এলাকাবাসী তাদের ধাওয়া করে। পরে তারা মধ্য বাড্ডার একটি ভবনের ভেতরে ঢুকে পড়ে।

খবর পেয়ে থানার পুলিশ, ডিবি পুলিশ ও পুলিশের বিশেষ ইউনিট সোয়াটের সদস্যরা উপস্থিত হয়ে সেখান থেকে তিনজনকে অস্ত্রসহ আটক করে।

আরও পড়ুন :

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারাকান্দায় ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা সংকটাপন্ন
বাবুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন হন মিতু
রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
X
Fresh