• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দুদকের মুখে তাবিথ আউয়াল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ মে ২০১৮, ১৩:২৬

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে ও দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দুদক কার্যালয়ে আসেন তাবিথ আউয়াল।

উপপরিচালক আখতার হামিদ ভূঁইয়ার নেতৃত্বে দুদকের একটি দল সকাল ১০টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

গেলো ২৪ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য তাবিথকে চিঠি পাঠায় দুদক। গেলো ২ এপ্রিল তাবিথ আউয়াল এবং বিএনপির সিনিয়র ৭ নেতাসহ ১০ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং, সন্দেহজনক ব্যাংক লেনদেনসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি মুলতবি
--------------------------------------------------------

দুদকের এক কর্মকর্তা জানান, তাবিথ আউয়ালের বিরুদ্ধে অবৈধভাবে কোটি টাকার সম্পদ অর্জন ও দেশের বাইরে অর্থপাচারের একটি অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাই-বাছাই শেষে তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। এই অনুসন্ধানের অংশ হিসেবে তাবিথকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মির্জা আব্বাস, দুই ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও এম মোর্শেদ খানের বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে দুদক।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে : রিজভী
চট্টগ্রামে ঈদে নতুন নোট পাওয়া যাবে ব্যাংকের যেসব শাখায়
ইফতার পার্টি করে মিথ্যাচার চালাচ্ছে বিএনপি : কাদের 
হুন্ডির মাধ্যমে তিন মাসে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫
X
Fresh